দ. আফ্রিকাকে হোয়াইওয়াশ করলো শ্রীলঙ্কা

দ. আফ্রিকাকে হোয়াইওয়াশ করলো শ্রীলঙ্কা

শেয়ার করুন

Sri Lankan cricketer Rangana Herath (C) celebrates with teammates after he dismissed South Africa's Temba Bavuma during the fourth day of their second Test match between Sri Lanka and South Africa at the Sinhalese Sports Club (SSC) international cricket stadium in Colombo on July 23, 2018. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

স্পোর্টস ডেস্ক :

একদনি বাকি থাকতে কলম্বো টেস্ট জিতলো শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকাকে ১৯৯ রানে হারিয়েছে তারা। লঙ্কানদের দেয়া ৪৯০ রানের টার্গেটে খেলতে নেমে ২৯০ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। এই জয়ে দুই ম্যাচ সিরিজ ২-০ তে জিতলো শ্রীলঙ্কা।

আগের দিনের ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আরও ১৫১ রান যোগ করে সফরকারীরা অলআউট হয় ২৯০ রানে। সর্বোচ্চ ১০১ রান করেন ডি ব্রুইন। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ নেন ৬ উইকেট।

এর আগে ৩৩৮ রানে প্রথম ইনিংসে অলআউট হয় শ্রীলঙ্কা। আর ৫ উইকেটে ২৭৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। আর দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয় ১২৪ রানে। দুই ইনিংসে ১২ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। প্রথম টেস্ট ২৭৮ রানের বিশাল ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।