দ্বিতীয় রাউন্ডে কে কোন দলের বিপক্ষে খেলবে

দ্বিতীয় রাউন্ডে কে কোন দলের বিপক্ষে খেলবে

শেয়ার করুন

fixtures-for-the-2018-world-cup-round-of-16--besoccer
স্পোর্টস ডেস্ক :

রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ। ৩০ জুন থেকে শুরু হবে রাউন্ড অব সিক্সটিন। ৩২ দলের মধ্যে বিশ্বকাপের মিশনে টিকে আছে ১৬ দল। ৩০ জুন নকআউট পর্বের প্রথম দিনেই সি গ্রু চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

একই দিনে মাঠে নামবে উরুগুয়ে ও পর্তুগাল।  বিশ্বকাপে এবারই প্রথম সাক্ষাত হচ্ছে এই দু-দলের। ১ জুলাই, স্পেনের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। ঐ দিনই গ্রুপ ডি চ্যম্পিয়ন ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক।

গ্রুপ ই চ্যম্পিয়ন ব্রাজিল লড়বে মেক্সিকোর বিপক্ষে।  বেলজিয়ামের প্রতিপক্ষ আসরে একমাত্র এশিয়া প্রতিনিধি জাপানের বিপক্ষে। এফ গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রাহক সুইডেন খেলবে  সুইজারল্যান্ডের বিপক্ষে। শেষ ষোলোর শেষটা হবে কলম্বিয়া ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে।