দ্বিতীয় টেস্টে শুক্রবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ইংল্যান্ড

দ্বিতীয় টেস্টে শুক্রবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ইংল্যান্ড

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। নটিংহামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ।

জমে উঠার আভাস ছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা লর্ডস টেস্ট। কিন্তু মঈন আলীর অসাধারণ বোলিংয়ে চার দিনেই জয় পায় ইংল্যান্ড। এবার টানা দ্বিতীয় টেস্ট জয়ের সুযোগ জো রুটের দলের সামনে। পাশাপাশি সিরিজ জয়ের পথে এগিয়ে যাওয়ার সুযোগও।

শক্তি আর সামর্থ্যের বিচারে অবশ্য দুই দলের মধ্যে খুব একটা তফাৎ নেই। তবে পরিসংখ্যানে অনেকটা এগিয়ে ইংলিশরা। এখন পর্যন্ত ১৪৬ ম্যাচে ৫৯ জয়ের বিপরীতে ইংল্যান্ডের পরাজয় ৩২ ম্যাচে। অন্যদিকে, পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে আছে প্রোটিয়ারা। লর্ডস টেস্ট হারলেও সিরিজে ফেরার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে।