দুই পাকিস্তানির উপর ভর করে কুমিল্লার দারুণ জয়

দুই পাকিস্তানির উপর ভর করে কুমিল্লার দারুণ জয়

শেয়ার করুন

Captureস্পোর্টস ডেস্ক :

বল হাতে হাসান আলী আর ব্যাট হাতে শোয়েব মালিক। দুই পাকিস্তানির পারফরমেন্সে দারুণ জয় তুলে নিয়েছে কুমিল্লা।

সোমবার রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার দেয়া ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে ২ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে এভিন লুইস ও মেহেদী মারুফের উইকেট হারিয়ে খানিকটা চাপে পরে ঢাকা। তবে তৃতীয় উইকেটে সুনিল নারিন ও কুমার সাঙ্গাকারা ৯২ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। কিন্তু সাঙ্গাকারা ২৮ ও নারিন ৭৬ রানে আউট হওয়ার পর ১৮ দশমিক ৩ ওভারে ১২৮ রানে থেমে যায় তাদের ইনিংস। ৩ ওভার ৩ বলে মাত্র ২০ রান দিয়ে পাকিস্তানি নতুন সেনসেশন হাসান আলী নেন ৫ উইকেট।

জবাবে, কুমিল্লার শুরুটাও ভাল হয়নি। দলীয় ১৮ রানে লিটন দাস ও তামিমের উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে ধরে দলকে টেনে নিয়ে যান শোয়েব মালিক। তার অপরাজিত ৫৪ রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে তামিম ইকবালের দল।