তৃতীয় দিন শেষে ২৭৩ রানে এগিয়ে ইংল্যান্ড

তৃতীয় দিন শেষে ২৭৩ রানে এগিয়ে ইংল্যান্ড

শেয়ার করুন

bd22নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ২৭৩ রানে এগিয়ে ইংল্যান্ড। দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৮ উইকেটে ২২৮ রান।

bd11৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইংনিসে ব্যাট করতে নামে ইংল্যান্ড । ওপেনিং জুটিতে কুক ও ডাকেট মিলে ২৬ রানের পার্টনারশীপ গড়ে। এরপর অধিনায়ক কুকের উইকেট তুলে নেয় মিরাজ । এর ১ রান পরেই সাকিবের প্রথম শিকার হন জো রুট।

এক সময় দলীয় ৬২ রানের মধ্যে ফিরে যান ডাকেট, ব্যালেন্স, ও মঈন আলী। সেখান থেকে দলকে টেনে তোলেন স্টোকস ও জনি বেয়ারস্টো। তাদের ১২৭ রানের জুটি ভাঙ্গেন অভিষিক্ত কামরুল ইসলাম রাব্বি। এরপর ২১৩ রানে রাশিদের উইকেট নিয়ে ক্যারিয়ারে ১৫ বারের মত ৫ উইকেট লাভ করেন সাকিব।

তবে ব্যাটিংয়ে সকালের সেশনটা ভাল কাটে নি বাংলাদেশের। ৫ উইকেটে ২২১ রান নিয়ে  শুরু করে তারা। দিনের ২য় বলে মঈন আলীর বলে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব। তারপর কেউ বড় স্কোর না করতে পারায় মুশফিকদের ইনিংস থামে ২৪৮ রানে।