তামিম-মুশফিক জুটিতে বড় লিডের দিকে বাংলাদেশ

তামিম-মুশফিক জুটিতে বড় লিডের দিকে বাংলাদেশ

শেয়ার করুন

Bangladesh's Tamim Iqbal plays a shot during the third day of the first Test cricket match between Bangladesh and Australia at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on August 29, 2017. / AFP PHOTO / Munir UZ ZAMAN

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা টেস্টের তৃতীয় দিনে, প্রথম ঘণ্টার চাপ সামলে উঠেছে বাংলাদেশ। ইনফর্ম তামিম এবং অধিনায়ক মুশফিকের জুটিতে বড় লিডের দিকে যাচ্ছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সামনে ১৭৬ রানে লিড দিয়েছে টাইগাররা। হাতে এখনও ৭ উইকেট।

তামিম ইকবাল তুলে নিয়েছেন নিজের ২৪ তম অর্ধশতক। অপরাজিত আছেন ৭৬ রানে। অপর দিকে মূশফিক অপরাজিত আছেন ২৫ রানে।

আগের দিনের ১ উইকেটে ৪৫ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তামিম ইকবালকে। তাইজুল বিদায় নেন ৪ রান করে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন ইমরুল কায়েস। ২ রানে, লাথান লায়নের শিকার হন তিনি।

এরপর অধিনায়ক মুশফিকুর রহিম যোগ্য সাপোর্ট দেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে। নিজের পঞ্চশতম টেস্টে, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরির দেখা পান তামিম। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করে ২৬০ রান। আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ২১৭ রানে।