তামিম-মুশফিকের অর্ধশতক, টাইগারদের দেড়শ পার

তামিম-মুশফিকের অর্ধশতক, টাইগারদের দেড়শ পার

শেয়ার করুন

Bangladesh’s Mushfiqur Rahim in action

সৌম্য – সাব্বিরের আউটের পর বিপদের পড়া বাংলাদেশকে টেনে তুলেছে তামিম ইকবাল আর মুশফিকুর রহীম। দুজনে মিলে গড়ে তুলেছেন শত রানের জুটি। আর দুজনেই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধ শতক। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বাংলাদেশকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন। ২৭ ওভারে বাংলাদেশ পার করেছে ১৫০ রান।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ।

বার্মিংহামে সৌম্য সরকারকে নিয়ে ইনিংস শুরু করেন তামিম ইকবাল। শুরুতেই ভুবেনশ্বর কুমারের আঘাত। দলীয় ১ রানে পুরো আসরে নিজের ছায়া হয়ে থাকা সৌম্য হতাশ করে ফেরেন শুন্য রানে।

এরপর সাব্বির নেমে পাল্টা আঘাত হানেন ভারতীয় বোলারদের উপর। কিন্তু চারটি বাউন্ডারিতে ২১ বলে ১৯ করে সাব্বির বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। এর পর মুশফিককে নিয়ে ধীরে সুস্থে ইনিংস মেরামতের কাজ করেন তামিম।

সময় গড়ানোর সাথে সাথে তারাও হাত খুলে খেলা শুরু করেন। বাংলাদেশকে চাপে ফেলা ভারত উল্টো নিজেরা চাপে। তামিমের পর অর্ধ শতক তুলে নেন মুশফিকুর রহীম।

এ ম্যাচে টাইগার একাদশে কোন পরিবর্তন নেই। নিউজিল্যাণ্ডের বিপক্ষে উইনিং স্কোয়াড নিয়েই ভারতে বিপক্ষে মাঠে নেমেছে মাশরাফি, সাকিবরা। অন্যদিকে  ভারতও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বাংলাদেশের ভাবনায় ছিলা না সেমিফাইনালে খেলা। তবে বৃষ্টি ও নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় সেই পথ তৈরি করে দেয়।