তামিমের বিদায়, মমিনুল-কায়েসের লড়াই

তামিমের বিদায়, মমিনুল-কায়েসের লড়াই

শেয়ার করুন

253888-3

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিন ইংল্যান্ডের দেয়া ২৮৬ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতে দেখেশুনে খেলতে থাকেন তামিম ও ইমরুল কায়েস। দুজনে মিলে গড়ে তোলেন ৩৫ রানের পার্টনারশিপ। কিন্তু এর পরই মঈন আলীর আঘাত। দেখেশুনে খেলতে থাকা তামিম আউট হন ৯ রান করে।

তামিমের আউটের পর ইমরুলের সঙ্গী হন বাংলাদেশের টেস্টের সেরা ব্যাটসম্যান মমিনুল হক। দুজন মিলে আত্মবিশ্বাসের সাথে খেলতে থাকেন। দলীয় রান ৫০ পার করে ফেলেছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের ৮ উইকেটে ২২৮ রান নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে নিজেদের ইনিংসটাকে খুব বেশিদূর টেনে নিতে ব্যর্থ হলেন স্টুয়ার্ড ব্র্রড ও জর্জ বেটি। দলীয় ২৩৩ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন ব্রড। করেন ১০ রান। এরপর তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জজবেটি।

বাংলাদেশের সামনে লক্ষ্য দাড়ায় ২৮৬ রান।

ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৯৩ রান। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৪৮ রানে। ৪৫ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ২৪০ রানে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৮৬ রানের।