ডেঙ্গু প্রতিরোধে এবার মাঠে সাকিব

ডেঙ্গু প্রতিরোধে এবার মাঠে সাকিব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গু প্রতিরোধে এবার মাঠে নেমেছেন সাকিব আল হাসান। সকালে রাজধানীর একটি স্কুলে ডেঙ্গু বিরোধী কার্যক্রমে অংশ নেন তিনি। এসময় ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরির তাগিদ দিয়েছেন বিশ্বনন্দিত এই অল রাউন্ডার।

প্রতিদিনই যেভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা ,ছড়িয়ে পড়েছে সারাদেশে। তাতে এই পরিস্থিতিকে মহামারী বিবেচনা করা হবে কিনা, আলোচনা চলছে তা নিয়েও।

চারিদিকে যখন ডেঙ্গু আতঙ্ক, তখন এ নিয়ে সচেতনতা তৈরিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচীতে অংশ নিচ্ছেন নানা শ্রেনী পেশার বিশিষ্ট জনেরা।

বৃহস্পতিবার ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসানও। সকালে বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে এসময় সবাইকে সচেতন হবার আহবান জানান তিনি। বলেন এই পরিস্থতিতে দায়িত্ব আছে সবারই।

২০১৩ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান নিজেই। সেই অভিজ্ঞতা থেকেই যেন তিনি এই কঠিন সময়ে সবাইকে রক্তদানেও উৎসাহিত করলেন।

ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে সময়টা যখন খুবই কঠিন, তখন সবাইকে এক হয়ে কাজ করারও আহবান জানালেন এই অল রাউন্ডার।