টেস্ট দল নিয়ে বিপাকে হাথুরুসিংহে

টেস্ট দল নিয়ে বিপাকে হাথুরুসিংহে

শেয়ার করুন

hathuresingheএটিএন টাইমস ডেস্ক: 

১৪ মাস পর টেস্টে ফেরায়, দলের টিম কম্বিনেশন নিয়ে চিন্তায় বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ২০ উইকেট নেয়ার মতো কোন বোলারই খুজে পাচ্ছেন না টাইগার কোচ। যা দেশের ক্রিকেটের জন্য অসহনীয় সংকেত বলে মনে করেন তিনি।

ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ ২-১ এ হারের পর টাইগাররা এখন প্রস্তুতি নিচ্ছেন টেস্টের জন্য। ১৪ মাস পর পাঁচ দিনের ম্যাচ খেলতে নামছেন মুশফিকের দল।

তবে, টেস্টের আগে কোচ চান্ডিকা হাথুরুসিংহে আছেন অনেক সমস্যায়। তার প্রধান সমস্যা ১৪ জনের স্কোয়াডে পরীক্ষিত ক্রিকেটার আছে ৮/৯ জন।

এছাড়া পেস বোলার সংকট তো রয়েছে। ইনজুরির কারণে মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজ খেলতে না পারায় চিন্তা আরও বেড়েছে।