টি-টোয়েন্টিতে সৌদি নারীদের হারিয়ে বাহরাইনের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে সৌদি নারীদের হারিয়ে বাহরাইনের বিশ্ব রেকর্ড

শেয়ার করুন

T 20

ক্রীড়া ডেস্ক।।

কো-অপারেশন্স কাউন্সিল ওমেন্স টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল কাপে আজ সৌদি আরবের নারীদের বিপক্ষে রীতিমত বিশ্ব রেকর্ড গড়েছে বাহরাইনের নারীরা।

টি-টোয়েন্টিতে ৩০০ প্লাস রানের কল্পনাই যেখানে করা যায় না, সেখানে সৌদি আরবের বিপক্ষে বাহরাইনের নারী ক্রিকেট দল খেলেছে ৩১৮ রানের বিশাল ইনিংস। ২৬৯ রানের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বাহরাইনের মেয়েরা।

যে কোনো পর্যায়ের টি-টোয়েন্টিতে এটা সবচেয়ে বেশি রানের ইনিংস। এর আগে নারী ক্রিকেটেই একবার ৩০০ প্লাস স্কোরের রেকর্ড হয়েছিল টি-টোয়েন্টিতে। ২০১৯ সালে মালির বিপক্ষে ৩১৪ রানের বিশাল ইনিংস খেলেছিল উগান্ডার নারী ক্রিকেট দল।

পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড আফগানিস্তানের, ২৭৮ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুনে ২০১৯ সালে আফগানরা গড়েছিল এই স্কোর।

ওমানের মাসকাটে আল আমেরাত স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাহরাইনের মেয়েরা। মূলতঃ ভারতীয় এবং শ্রীলঙ্কান বংশোদ্ভূত মেয়েদের নিয়েই গঠন করা বাহরাইন নারী ক্রিকেট দল। ওপেনার থারাঙ্গা গাজানায়েকে ৫৬ বলে খেলেন ৯৪ রানের ইনিংস। ১৭টি বাউন্ডারির মার মারেন তিনি।