টিকে থাকার মিশনে নামছে কলম্বিয়া-পোল্যান্ড

টিকে থাকার মিশনে নামছে কলম্বিয়া-পোল্যান্ড

শেয়ার করুন

jameslewan_trans_NvBQzQNjv4BqfTCWBQ5pcVqNtVYH0DiOskljCEHhppWeqFAzBrNtD18.PNGস্পোর্টস ডেস্ক :

এইচ গ্রুপে বিশ্বকাপে টিকে থাকার মিশন কলম্বিয়া ও পোল্যান্ডের সামনে। এরজন্য জয়ের বিকল্প নেই দু’দলের। একই লক্ষ নিয়ে রোববার রাত ১২ টায় কাজানে ফ্যালকাওয়ের কলম্বিয়ার মুখোমুখি হবে লেওয়ানডস্কির পোল্যান্ড।

১৯৯৮’র পর মাঝে তিন বিশ্বকাপে ছিল না কলম্বিয়া। তবে ২০১৪ তে রাদামেল ফ্যালকাওয়ের হাত ধরে বিশ্বকাপের মুল মঞ্চে জায়গা করে নেয় লাতিন আমেরিকার দেশটি। যদিও ইনজুরির কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি ফ্যালকাও। তবে দলকে শেষ চারে তুলে নেন ঐ আসরের গোল্ডেন বুটজয়ী হামেস রদ্রিগেজ।

এবার ফ্যালকাও-রদ্রিগেজ দুজনেই রয়েছেন সেরা ফর্মে। তবে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে পরাজয়ের আক্ষেপ পোড়াচ্ছে কলম্বিয়ানদের। এ ক্ষত শুকাতে চায় কলম্বিয়ানরা, পোলিশদের হারিয়ে।

২০১১’র পর ফুটবলে সোনালী ইতিহাসের শুরু কলম্বিয়ার। ফিফা র‌্যাংকিংয়েও অভাবনীয় উন্নতি ঘটায় তারা। নিজেদের ইতিহাসের সেরা অবস্থান, তিন নম্বরেও উঠে এসেছিল কলম্বিয়ানরা। যদিও বর্তমান র‌্যাংকিং ১৬। নক আউটপর্বে জায়গা পেতে হলে শুধু জয়, আর এই লক্ষ নিয়ে মাঠে নামবে কলম্বিয়ান লায়নরা।

এদিকে, সবশেষ ১৯৮৬ পর ২০১৮তে এসে বিশ্বকাপের মুল পর্বে খেলছে পোল্যান্ড। যদিও শুরুটা প্রতিপক্ষ কলম্বিয়ার মত হার দিযে হয়েছে। সেনেগালের কাছে পরাজিত হয়ে কলম্বিয়ানদের সমান অবস্থানে রয়েছে তারা।

কোচ অ্যাডাম নাওয়ালকার অধীনে দারুণ একটি দল রয়েছে পোলিশদের। দলের সবচেয়ে বড় তারকা বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডস্কি। এছাড়াও বরুশিয়ার লুকাস পিসজেক, ন্যাপোলির আর্কাডিয়াজ মিলিচ। এদের নিয়েই জয়ের রণকৌশল সাজাচ্ছেন দ্য ঈগলস কোচ।

ইউরোপ বনাম আমেরিকা, দুই মহাদেশের ফুটবলের ধরণও দুরকম। এর দেখা পাওয়া যায় ফুটবল মহামঞ্চে। ঠিক তাই কলম্বিয়া বনাম পোল্যান্ড একটি জমজমাট ম্যাচের অপেক্ষায় ফু্টবলপ্রেমিরা।