টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালেন মাশরাফি

টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালেন মাশরাফি

শেয়ার করুন

Bangladesh cricketers (L-R) Ariful Haque, Nazmul Hossain Shanto, Soumya Sarkar and Rubel Hossain (R) pose for a photo during a training session ahead of the third one day international (ODI) cricket match between Bangladesh and Zimbabwe at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on October 25, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে  টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দুই উইকেটে ৬৮ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চিপাস ঝুয়াওকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। দলীয় ৬ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকারে পারিণত হন ঝুওায়। এরপর অধিনায়ক মাসকাদজাকে দুই রানে আউট করেন আবু হায়দার রনি। ৬ রানে দুই উইকেটে হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। এরপর টেইলর এবং ইউলিয়ামস মিলে হাল ধরেন জিম্বাবুয়ের। দুজনে মিলে অর্ধশতক রানের পার্টটারশিপ গড়ে তোলেন।

এদিকে, বাংলাদেশ টিমে তিনটি পরিবর্তন হয়েছে। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে আরিফুল হকের। এছাড়া দলে ফিরেছেন সৌম্য সরকার এবং আবু হায়দার রনি। তাদের সুযোগ দিতে বাদ পড়েছেন ফজলে রাব্বি, মুস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ে দলেও আছে দু’টি পরিবর্তন। দলে ঢুকেছেন রিচার্ড নগরাভা ও উইলিংটন মাসাকাদজা।