জয় দিয়ে মিসবাহ-ইউনুসকে বিদায় দেয়ার অপেক্ষায় পাকিস্তান

জয় দিয়ে মিসবাহ-ইউনুসকে বিদায় দেয়ার অপেক্ষায় পাকিস্তান

শেয়ার করুন

Members of the Pakistan team form a honor guard for batsman Younis Khan who was dismissed for 35 when batting for the last time before retirement on the fourth days play of the final test match against the West Indies at the Windsor Park Stadium in Roseau, Dominica on May 13, 2017.   Khan was caught by Kieran Powell off the bowling of Devendra Bishoo for 35 runs. / AFP PHOTO / MARK RALSTON        (Photo credit should read MARK RALSTON/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

শুধু সিরিজ জিততে নয় মিসবাহ-উল-হক ও ইউনিস খানের বিদায়কে স্মরণীয় করতে ডমিনিকা টেস্টের শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেট। আর স্বাগতিকদের জিততে, করতে হবে আরো ২৯৭ রান। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

৫ উইকেটে ২১৮ রানে চতুর্থ দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ, স্কোরবোর্ডে ঐ রান রেখে ষষ্ঠ উইকেট হারায়। পেসার মোহাম্মদ আব্বাসের দূর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের প্রথম ইনিংসে শেষ হয় ২৪৭ রানে। আব্বাস নেন ৫ উইকেট আর ৩০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জেসন হোল্ডার।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের শুরুটা হয় নড়বড়ে। ৯০ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়া পাকিস্তানকে স্বস্তি দেন ইউনিস খান ও ইয়াসির শাহ। ৮ উইকেটে ১৭৪ রানে পাকিস্তান ‌ইনিংস ঘোষণা করলে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৩০৪ রানের। ক্যারিয়ারের শেষ ম্যাচে ইউনিস ৩৫ ও মিসবাহ করেন ২ রান। ৩৮ রানে অপরাজিত থাকেন ইয়াসির শাহ।