জয় দিয়ে উয়েফা নেশনস লিগ শুরু করলো পর্তুগাল

জয় দিয়ে উয়েফা নেশনস লিগ শুরু করলো পর্তুগাল

শেয়ার করুন

_103370821_andre_silva1_reuters
স্পোর্টস ডেস্ক :

জয় দিয়ে উয়েফা নেশনস লিগ শুরু করলো পর্তুগাল। সোমবার রাতে গ্রুপ-১ এর ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে। অন্যদিকে, গ্রুপ-২ এর ম্যাচে শক্তিশালী সুইডেনকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক।

নিজেদের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ইতালির মুখোমুখি হয় পর্তুগাল। তবে সিআর সেভেনের অভাব বুঝতে দেয়নি ফের্নান্দো সান্তোসের শিষ্যরা। প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চললেও কাক্ষিত গোল পায়নি কোন দলই। বিরতির পর ৪৭ মিনিটে ম্যাচে লিড নেয় পর্তুগাল। এসময় উইঙ্গার ব্রুমার কাছ থেকে বল পেয়ে গোল করে দলকে উল্লাসের উপলক্ষ্য এনে দেন আন্দ্রে সিলভা।

গোল হজমের পর তা পরিশোধে মরিয়া হয়ে উঠে ইতালি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতার গোল পায়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ মাঠ ছাড়ে পর্তুগাল।