জয়ে গ্রুপ পর্ব শেষ করল বার্সা, হেরে গেল পিএসজি

জয়ে গ্রুপ পর্ব শেষ করল বার্সা, হেরে গেল পিএসজি

শেয়ার করুন

hi-res-e408d10b3a8ec58460c0858962e3f25a_crop_northস্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। বার্সা ২-০ গোলে হারিয়েছে স্পোটিংকে, ম্যানইউ ২-১ গোলে জিতেছে মস্কোর বিপক্ষে, আর বায়ার্ন ৩-১ গোলে হারিয়েছে পিএসজিকে।

নিজেদের মাঠ নু-ক্যাম্পে শুরু থেকে দাপট দেখালেও প্রথম গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় ৫৮ মিনিট পর্যন্ত। এসময় সুয়ারেসের কর্নারে হেডে গোল করে দলকে উল্লাসে ভাসান আলকাস।

এর দুই মিনিট পর মাঠে নামেন মেসি। তার উপস্থিতিতে আরও আক্রমণের ধার বাড়ায় বার্সা। তবে কাক্ষিত গোল পাননি মেসি।

অতিরিক্ত সময়ে আত্নঘাতি গোলের সুবাদে জেরেমি মাথিউ ব্যবধান দ্বিগুণ করলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভেরদের দল। এই জয়ে ডি-গ্রুপে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে বার্সা।

এদিকে, বি-গ্রুপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। তবে এই হারেও গ্রুপে নিজেদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। গ্রুপ সেরা হয়েই শেষ ষোলোতে উঠেছে নেইমারের পিএসজি।

আলিয়াঞ্জ অ্যারেনায় ৮ মিনিটে লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৩৭ মিনিটে তোলিসো ব্যবধান দ্বিগুণ করেন।

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ধাড়ায় পিএসজি। ৫০ মিনিটে এমবাপে ব্যবধান কমান।

কিন্তু ৬৯ মিনিটে তোলিসে নিজের ও দলের তৃতীয় গোল করলে জয় পায় বায়ার্ন।

অন্যদিকে, চেলসি আটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে সি-গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছে। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো।