জাতীয় দলে স্থায়ী হতে চান মোসাদ্দেক

জাতীয় দলে স্থায়ী হতে চান মোসাদ্দেক

শেয়ার করুন

Mosaddek-Hossain-20170820221136নিজস্ব প্রতিবেদক :

খারাপ সময় পিছনে ফেলে আফগানিস্তান সিরিজে পারফরমেন্স করেই জাতীয় দলে স্থায়ী হতে চান অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আফগান সিরিজ চ্যালেঞ্জিং হলেও এই সিরিজে নৈপূণ্যের স্বাক্ষর রাখতে চান তিনি।

জাতীয় দলে এখনো ধারাবাহিক হয়ে ওঠেননি মোসাদ্দেক সৈকত। আসা-যাওয়ার মধ্যেই রয়েছেন তিনি। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেললেও দ্বিতীয় টেস্টে দল থেকে ছিটকে যান এই অলরাউন্ডার।

ওয়ানডে অভিষেক হয়েছিলে আফগানদের বিপক্ষে। সেই দলের বিপক্ষে প্রত্যাবর্তনের সিরিজ খেলবেন সৈকত।

সব ক্রিকেটারের কাছে জাতীয় দলের ড্রেসিং রুম অন্যরকম ভাললাগার জায়গা। বাদ পড়ার সেটা মিস করেছেন তো বটেই। কেমন কেটেছে সময় তাও জানিয়েছেন তিনি। বলেন, বাদ পড়ায় তো খারাপ লাগবেই। তবে আমি এসময় পরিশ্রম করেছি যেন আবারও জাতীয় দলে ফিরতে পারি। পরিশ্রমের ফল পেয়েছি। এখন নিজেকে প্রমাণের বিষয়। ভাল খেলে নির্বাচকরদের আস্থার প্রতিদান দিতে চাই।

অন্যদের মতো সৈকতও মনে করেন দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বেশ কঠিন হবে। এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে সৈকতকে। তবে অলরাউন্ড পারফরম্যান্স করে পুনরায় ফিরতে চান তিনি।