জাতীয় দলের নতুন দায়িত্বে খালেদ মাহমুদ সুজন

জাতীয় দলের নতুন দায়িত্বে খালেদ মাহমুদ সুজন

শেয়ার করুন

Khaled Mahmud

ক্রীড়া ডেস্ক।।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর পদে খালেদ মাহমুদকে নিয়োগ দিচ্ছে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর তাঁর হাতে বাংলাদেশ দলের দায়িত্ব তুলে দিয়েছে ক্রিকেট বোর্ড।

বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, নতুন দায়িত্বে কোচ, অধিনায়কের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে থাকবেন মাহমুদ। এর আগেও জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেছেন তিনি। তখন তাঁর দায়িত্ব ছিল সীমিত। এবার মাহমুদকে বাড়তি দায়িত্ব দিয়েই টিম ডিরেক্টর করা হয়েছে।

আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই কাজে যোগ দেওয়ার কথা মাহমুদের। আগামী ১৬ নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। সিরিজের জন্য ১২ নভেম্বর থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সেদিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন মাহমুদ।

তার আগে পাকিস্তান সিরিজে ডাক পেতে পারে এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করার কথা সাবেক এই অধিনায়কের।

জানা গেছে, জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের কর্মদক্ষতা, কর্মতৎপরতা, লক্ষ্য পরিকল্পনা নির্ধারণ, টিম কম্বিনেশন ও গেম প্ল্যান তৈরির কাজটি আরও সুচারু ও সুবিন্যস্ত করতে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর ওপর ‘টিম ডিরেক্টর’ করে সুজনকে নিয়োগ দেওয়া।