জাতীয় ক্রীড়া পরিষদের সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা

জাতীয় ক্রীড়া পরিষদের সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা

শেয়ার করুন

Screenshot_20210804-193710_Google

।। বান্দরবান প্রতিনিধি ।।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা জাতীয় ক্রীড়া পরিষদের সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন। ক্রিয়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন।

আগামী ৫ই আগস্ট শেখ কামালের জন্মদিনে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করবেন। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ ৭ ক্যাটাগরিতে ১২ জন ক্রীড়া ব্যক্তিত্ব আর প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করেছে। এবার সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন মঞ্জুর কাদের ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। উল্লেখ্য পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠী থেকে সেরা খেলোয়ারদের বাছাই করে ক‍্যশৈহ্লা প্রশিক্ষণ প্রদান করেন। সেইসাথে খেলোয়াড়দের বিভিন্ন ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। সাম্প্রতি বান্দরবানে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কারাতে প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি প্রশংসিত হয়েছে।