ছয় উইকেট নিলেই ভারতের জয়

ছয় উইকেট নিলেই ভারতের জয়

শেয়ার করুন

India's captain Virat Kohli, right, bats on the fourth day of their first cricket test match against New Zealand at Green Park Stadium in Kanpur, India, Sunday, Sept. 25, 2016. (AP Photo/ Tsering Topgyal)

এটিএন টাইমস ডেস্ক: 

কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের বিপক্ষে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ৩৪১ রান। আর ভারতের দরকার ৬ উইকেট।

দিন শেষে নিউজিল্যান্ডর সংগ্রহ ৪ উইকেটে ৯৩ রান।

আগের দিনের ১ উইকেটে ১৫৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত। ৫ উইকেটে ৩৭৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৭৮ রান করেন চেতনশ্বর পুজারা। এছাড়া মুরালি বিজয় ৭৬ ও রোহিত শর্মা ৬৮ রানে অপরাজিত থাকেন।

৪৩৪ রানের বড় টার্গেটে খেলতে নেমে দলীয় ৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপর তৃতীয় উইকেটে উইলিয়ামসন ও রস টেলর ৪০ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। কিন্তু উইলিয়ামসন ২৫ ও টেলর ১৭ রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে কিউইরা।

দিন শেষে লুক রনচি ৩৮ রানে অপরাজিত আছেন। এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে করে ৩১৮ রান। আর নিউজিল্যান্ড অলআউট হয় ২৬২ রানে।