চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

শেয়ার করুন

cristiano-ronaldo-celebrates-atletico-madrid-real-madrid-la-liga_1xeivrsso8ots1tymefeqb8rbmএটিএন টাইমস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে স্পোটিং সিপির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় শুরু হবে ম্যাচটি। একই সময়ে অপর ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে জুভেন্টাস।

চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সেভাবে খুজে পায়নি রিয়াল মাদ্রিদ।এফ গ্রুপে ৪ ম্যাচে ২টি জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিনেদিন জিদানের দল। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড। অবশ্য আজ স্পোটিংয়ের বিপক্ষে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। তবে স্প্যানিশ জায়ান্টদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাওয়া।

শক্তি আর পরিসংখ্যান দুই দিক দিয়ে এগিয়ে রিয়াল। এর আগে দুই দলের ৫ দেখায় রিয়ালের জয় ৩ ম্যাচ। আর স্পোটিং জিতেছে একটি। তবে এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে অন্যরকম এক আবেগ ছুঁয়ে যাবে। কেননা, এই স্পোটিং ক্লাবের একাডেমিতে শুরু তার ফুটবল জীবনের পথচলা। এদিকে, স্পোর্টিংকে পরের রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ রিয়ালের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই।