চার ম্যাচ নিষিদ্ধ আগুয়েরো

চার ম্যাচ নিষিদ্ধ আগুয়েরো

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক: 

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এছাড়া ফার্নান্দিনহোকে ম্যাচ তিন ও নিকোলাস ওটামেন্ডিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে সংস্থাটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত সপ্তাহে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ৩-১ গোলে হারা ম্যাচে ডেভিড লুইজকে বাজে ভাবে ট্যাকেল করেন আর্জেন্টাইন তারকা। সেকারণে লাল কার্ড দেখেন আগুয়েরো। এনিয়ে সোমবার ম্যাচের পর্যালোচনা করে এফএ সিদ্ধান্ত নেয় আগুয়েরোকে নিষিদ্ধ করার।

ফলে প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেচেস্টার সিটি, ওয়ার্টফোর্ড, আর্সেনাল ও হালসিটির বিপক্ষে খেলতে পারবেন না দলের সেরা এই স্ট্রাইকার। এ নিয়ে দ্বিতীয়বার নিষিদ্ধ হলেন আগুয়েরো।

এদিকে চেলসি মিডফিল্ডার চেস ফেব্রিগাসকে ধাক্কা দিয়ে বিজ্ঞাপন বোর্ডের সামনে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখে তিন ম্যাচে বহিষ্কার সতীর্থ ফার্নান্দিনহো। আর চলতি মৌসুমে পঞ্চমবার হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ওটামেন্ডি।