গোল্ডেন বয় অ্যাওয়ার্ড পেলেন কিলিয়ান এমবাপ্পে

গোল্ডেন বয় অ্যাওয়ার্ড পেলেন কিলিয়ান এমবাপ্পে

শেয়ার করুন

skysports-kylian-mbappe-paris-saint-germain-celtic-park_4098855স্পোর্টস ডেস্ক :

ইতালির বিখ্যাত গোল্ডেন বয় অ্যাওয়ার্ড পেয়েছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

গত মৌসুমে এমবাপ্পের দারুন নৈপুন্যে ফরাসি লিগে ফাইনালে ওঠে মোনাকো। এরপরই তিনি যোগ দেন পিএসজিতে। সেখানেও চলতি মৌসুমেও দারুণ ফর্মে রয়েছেন এমবাপ্পে। ১১ ম্যাচে এখন পর্যন্ত চার গোল করার পাশাপাশি সমান গোলে অ্যাসিস্ট করেন তিনি।

দু’দিন আগে বার্সেলোনার উসমান ডেম্বেলে, ম্যানচেস্টার সিটি গ্যাব্রিয়েল জেসুস ও পিএসজির কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। প্রাথমিক তালিকায় ছিলেন ২৪ জন।

অনূর্ধ্ব-২১ ফুটবলারদের পারফরমেন্সের ভিত্তিতে এই সম্মানজনক পুরস্কার দেয়া হয়। ৩০ জন সাংবাদিকের ভোটে জেসুস ও ডেম্বেলেকে পেছনে ফেলে বিজয়ী হন পিএসজির ২১ বছর বয়সি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

এর আগে এই পুরষ্কারটি পেয়েছেন লিওনেল মেসি, ওয়েন রুনি, সের্জিও আগুয়েরো, মারিও বালোতেল্লি, পল পগবা, আন্তনি মার্শিয়াল ও রেনাতো সানচেজদের মত তারকারা।