গলফে স্বর্ণ জিতলেন ব্রিটেনের জাস্টিন রোজ

গলফে স্বর্ণ জিতলেন ব্রিটেনের জাস্টিন রোজ

শেয়ার করুন

Capture

স্পোর্টস ডেস্ক :

১১২ বছর পর অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়া গলফে স্বর্ণ জিতলেন ব্রিটেনের জাস্টিন রোজ। পারের চেয়ে ১৬ শট কম খেলে ব্রিটেনকে স্বর্ণ পদক এনে দেন ২০১৩ ইউএস ওপেন জয়ী এই গলফার।

তৃতীয় রাউন্ড শেষে লিডার বোর্ডের শীর্ষে ছিলেন জাস্টিন। তার চেয়ে ১ শট বেশি খেলা সুইডেনের হেনরিক স্টেনসন ছিলেন ২য় স্থানে। ৪র্থ ও শেষ রাউন্ডেও এই দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

১৭ হোলের খেলা পর্যন্ত পারের চেয়ে ১৫ শট কম খেলে যৌথ ভাবে শীর্ষে ছিলেন এই দুই গলফার। তবে শেষ হোলে হেনরিকের বোগির বিপরীতে, বার্ডি করেন রোজ। ফলে দুই শটের ব্যবধানে স্বর্ণ জয়ের আনন্দে মাতেন জাস্টিন রোজ।

এদিকে বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলা সিদ্দিকুর রহমান ৬০ জনের মধ্যে হয়েছেন ৫৮তম।