ক্লাব বিশ্বকাপের ফাইনালে বিকেলে কাশিমার মুখোমুখি রিয়াল

ক্লাব বিশ্বকাপের ফাইনালে বিকেলে কাশিমার মুখোমুখি রিয়াল

শেয়ার করুন

2431889_w1

স্পোর্টস ডেস্ক :

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোববার কাশিমা আন্টলার্সের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। জাপানের ইয়োকোহামার আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ। এবার শিরোপা জয়ের লক্ষ্য জিনেদিন জিদানের শিষ্যদের। শক্তি আর সামর্থ্যের বিচারে অবশ্য জাপানি ক্লাব কাশিমার চেয়ে অনেকটা এগিয়ে। সম্প্রতি স্প্যানিশ লিগে নিজেদের অবস্থান শীর্ষে রেখেছেন স্প্যানিশ জায়ান্টরা। তাছাড়া দারুণ ফর্মে রয়েছেন ২০১৬ ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। সবশেষ ম্যাচে ক্লাব ফুটবল ক্যারিয়ারের ৫০০তম গোলের রেকর্ড গড়েন তিনি। তাই রোনালদো জ্বলে উঠলে শিরোপা জিততে কোন বেগ পেতে হবে না গ্যালাকটিকোদের।

অন্যদিকে, প্রথম সেমিফাইনালে কলম্বিয়ার ক্লাব অ্যাতলেতিকো ন্যাসিওনালকে ৩-০ গোলে হারিয়ে জাপানের প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে কাশিমা আন্টলার্স। রিয়ালকে হারিয়ে শিরোপার লক্ষ্য তাদেরও।