ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

শেয়ার করুন

CHRISTCHURCH, NEW ZEALAND - NOVEMBER 17: Groundsmen work on the ground as rain delays play during day one of the First Test between New Zealand and Pakistan at Hagley Oval on November 17, 2016 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

বৃষ্টির কারণে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।

সোমবার মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে নিউজিল্যান্ডে। তাই আশঙ্কা ছিল ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে। তবে টেস্ট সূচি পরিবর্তন না হলেও আপাতত বৃষ্টি বাঁধা হয়ে এসেছে। আগের রাতের বৃষ্টি বৃহস্পতিবার সকালেও অব্যাহত ছিল। একারণে দুই দলের অধিনায়ক টসও করতে পারেননি। দীর্ঘ সময় অপেক্ষার পর মাঠ ভেজা থাকায় আম্পায়াররা চার বিরতির পর প্রথম দিনের খেলা পরিত্যক্তের ঘোষণা দেন।

এদিকে, এই টেস্টের মধ্যদিয়ে পাকিস্তানের হয়ে অধিনায়ক হিসেবে মিসবাহ উল হক ৫০তম টেস্ট খেলছেন। এর আগে গত মাসে শারজা টেস্টে ইমরান খানকে পেছনে ফেলে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ৪৯ টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েন মিসবাহ। ২৫ নভেম্বর হ্যামিল্টনে শুরু হবে দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট।