কুমিল্লার আরও একটি হতাশাজনক পরাজয়

কুমিল্লার আরও একটি হতাশাজনক পরাজয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

আরেকটি হতাশাজনক পরাজয় মেনে নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাশরাফির কুমিল্লাকে ৩২ রানে হারতে হয়েছে সাকিবের ঢাকা ডায়না্মাইটসের কাছে।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার কুমার সাঙ্গাকারা ও মেহেদী মারুফ। উদ্বোধনী জুটিতে ৩৮ রান তুলে আউট হন মেহেদী। দ্বিতীয় উইকেট জুটিতে দুই লঙ্কান মাহেলা জয়াবর্ধনে ও কুমারা সাঙ্গাকারা ৪৫ রান যোগ করেন। এ জুটি ভাঙ্গে সাঙ্গাকারা ৩৩ রানে ফিরে গেলে।

দলীয় ৯৫ রানে জয়াবর্ধনেও ফিরে যান ব্যক্তিগত ৩১ রানে। শেষ দিকে সাকিবের অপরাজিত ৪১ রান ও মোসাদ্দেক হোসেনের ২৪ রানের সুবাদে কুমিল্লাকে ১৭১ রানের টার্গেট ছুড়ে দেয় ঢাকা।

রাশিদ খান নেন ২ উইকেট। জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৩৮ রান তোলে কুমিল্লা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন খালেদ লতিফ। ডোয়াইন ব্রাভো নেন ৩ উইকেট।