কার্ডিফে আজ বাড়তি অনুপ্রেরণা দিবে অজি বধের সেই ম্যাচ

কার্ডিফে আজ বাড়তি অনুপ্রেরণা দিবে অজি বধের সেই ম্যাচ

শেয়ার করুন

ashএটিএন টাইমস ডেস্ক:

কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুখস্মৃতি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিবে। ১২ বছর আগে এই মাঠে সেসময়ের শক্তিধর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

২০০৫ সাল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে নিয়ে ন্যাটওয়েস্ট সিরিজ বসেছিল ইংলিশ কন্ডিশনে। সে সিরিজে বাংলাদেশের জন্য অগ্নি পরিক্ষা মনে করা হলেও দ্বিতীয় ম্যাচে অজিদের হারিয়ে টাইগাররা চমক সৃষ্টি করেছিল ক্রিকেট বিশ্বে।

টস জিতে ব্যাট করতে নেমে মার্টিনের ৭৭ ও ক্লার্কের ৫৪ রানে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাড়াঁয় ২৪৯। বল হাতে তাপস বৈশ্য নিয়েছিলেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আশরাফুলের ব্যাট থেকে আসে মহাকাব্যিক এক সেঞ্চুরি।

চতুর্থ উইকেট জুটিতে হাবিবুল বাশারকে নিয়ে ১৩০ রানের জুটি গড়েছিল আশরাফুল। বাশার করেন ৪৭ রান। সেই দলের একমাত্র সদস্য মাশরাফি এখন বাংলাদেশ দলের অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে উঠে এলো সেই বিষয়টায়।

এরই মধ্যে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সোফিয়া গার্ডেন্স। বেড়েছে ধারণ ক্ষমতা। ১৫ হাজার দর্শক একই সঙ্গে দেখতে পারবেন এই ম্যাচ।