কাতার বিশ্বকাপের বাছাইপর্বে এশিয়ান অঞ্চলে ই-গ্রুপে বাংলাদেশ

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে এশিয়ান অঞ্চলে ই-গ্রুপে বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে এশিয়ান অঞ্চলে ই-গ্রুপে পড়েছে বাংলাদেশ। বুধবার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বাছাইপর্বের ড্র পরিচালনা করেন ফিফার কম্পিটিশন ডিরেক্টর ক্রিশ্টিয়ান আংগার।

পট থেকে লটারীর মাধ্যমে দল নির্বাচন করেন অস্ট্রেলিয়াকে সাবেক ফুটবলার টিম কাহিল। গ্রুপের অন্যদলগুলো হলো স্বাগিতক কাতার, ভারত, ওমান ও আফগানিস্তান। এই পর্বে ৫টি করে দল ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে।  পয়েন্ট টেবিলের চ্যাম্পিয়ন ও চারটি সেরা রানার্স-আপ দল নিশ্চিত করবে তৃতীয় রাউন্ড। পাশাপাশি ২০২৩ এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করবে এই ১২ দল।

বাছাইপর্ব শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর চলবে ২০২০ সালের ৯ জুন পর্যন্ত। বিশ্বকাপ ও এশিয়ান কাপের মুল পর্ব নিশ্চিত করতে হলে কমপক্ষে দুটি দলের বিপক্ষে জিততে হবে জামাল ভুইয়াদের। যদিও কাজটি কঠিন কেননা ফিফা র‌্যাংকিংয়ে কাতার রয়েছে ৫৫ নম্বরে, ওমানের অবস্থান ৮৬, ভারত ১০১ ও আফগানিস্তান রয়েছে ১৪৯ তম স্থানে। আর বাংলাদেশ  আছে ১৮৩ নম্বরে।