কাঠগড়ায় দাঁড়াতেই হচ্ছে নেইমার ও বার্সাকে

কাঠগড়ায় দাঁড়াতেই হচ্ছে নেইমার ও বার্সাকে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

ব্রাজিল তারকা নেইমার ও তার ক্লাব বার্সেলোনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হচ্ছে। সান্তোস থেকে তাকে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার প্রক্রিয়ায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চালানোর আদেশ দিয়েছে স্পেনের উচ্চ আদালত।

২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে কিনতে ৫ কোটি ৭১ লাখ ইউরো খরচ করেছিল সেময়ের সভাপতি সান্দ্রো রোসেলও। এদিকে, শুরুতে নেইমার আর বার্সা বিরুদ্ধে অভিযোগ আনে ব্রাজিলের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তাদের অভিযোগ নেইমারের ক্রীড়া স্বত্বের ৪০ শতাংশই ভুয়া।

বার্সায় যোগ দেওয়ার মূল ট্রান্সফার ফি গোপন করে তাদেরকে ঠকানো হয়েছে বলেও দাবি এই প্রতিষ্ঠানের। তবে, শুরু থেকেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসে নেইমার ও তার বাবা। পরে, অন্যান্য চুক্তির কারণে ট্রান্সফার ফি বেড়ে ১০ কোটি ইউরোর কাছাকাছি হয়ে যায় বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।

অবশ্য দোষী প্রমাণিত হলেও নেইমারকে হয়তো জেলে যেতে হবে না। স্পেনের আইন অনুযায়ী, সহিংস অপরাধ না করলে সাধারণত দুই বছরের নীচে সাজার ক্ষেত্রে কারাবাস ভোগ করতে হয় না।