কলম্বো টেস্টে ৩৬৫ রানের লিড শ্রীলঙ্কার

কলম্বো টেস্টে ৩৬৫ রানের লিড শ্রীলঙ্কার

শেয়ার করুন

Sri Lankan cricketer Akila Dananjaya (2L) celebrates after he dismissed South Africa's Theunis de Bruyn (L) during the second day of their second Test match between Sri Lanka and South Africa at the Sinhalese Sports Club (SSC) international cricket stadium at the capital city of Colombo on July 21, 2018. / AFP PHOTO / ISHARA S.  KODIKARA
স্পোর্টস ডেস্ক :

কলম্বো টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে  ৩৬৫  রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে লংকানদের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান।

এর আগে কেশভ মহারাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংস লংকানদের সংগ্রহ দাড়ায় ৩৩৮ রান। ১২৯ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন কেশভ।

নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই লংকান স্পিন ফাদেঁ পড়ে প্রোটিয়া ব্যাটসম্যানরা। দলীয় ১৫ রানে আউট হন এলগার , ডি ব্রুইন ও মার্করাম। হাশিম আমলাকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেস্টা করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কিন্ত আমলা ১৯ ও প্লেসিস ব্যক্তিগত ৪৮ রানে পেরেরার শিকার হলে, বিপর্যয় সামলে ওঠা হয়নি দক্ষিণ আফ্রিকার।

ডি ককের ব্যক্তিগত ৩২ রানের সুবাদে শেষ পর্যন্ত প্রোটিয়ারা প্রথম ইনিংসে সংগ্রহ করে মাত্র ১২৪ রান। আকিলা ধনঞ্জয়া ৪টি ও দিলরুয়ান পেরেরা নেন ৫টি উইকেট।

প্রোটিয়াদের সামনে বড় স্কোর দাড় করানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৯১ রান তুলে আউট হন গুনাথিলাকা ব্যক্তিগত ৬১ রানে। আরেক ওপেনার দিমুথ করুনারত্নে করেন ৫৯ রান।