কমনওয়েলথ ক্রিকেটে ফাইনালে হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা

কমনওয়েলথ ক্রিকেটে ফাইনালে হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা

শেয়ার করুন

W cricket

ক্রীড়া ডেস্ক।।

কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটে কুয়ালালামপুরে বাছাইপর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপে শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল ‘ফাইনাল’, কিন্তু সেই ফাইনালেই ২২ রানে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা।

বাছাইপর্বের আগের তিন টি-টোয়েন্টিতে বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশ দলের বিপক্ষে আজ আগে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভার শেষে তুলেছে ৬ উইকেটে ১৩৬ রান।

বাংলাদেশের জন্য লক্ষ্যটা কঠিনই ছিল। কঠিনকে আর জয় করা হয়নি মুর্শিদা-ফারজানাদের। ২০ ওভার ব্যাট করে বাংলাদেশ তুলতে পেরেছে ৫ উইকেটে ১১৪ রান।

বাছাইপর্বে এর আগে মালয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে লক্ষ্য তাড়া করে জিতেছে বাংলাদেশ, কোনোবারই ৮০-র বেশি তাড়া করতে হয়নি। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৪৯ রানে থামিয়ে দিয়ে জিতেছিল ৭২ বল ও ৮ উইকেট হাতে রেখে।

আর গতকাল তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭৭ রানে অলআউট করে ম্যাচটা ৯ উইকেটে জিতে নেয় ২৮ বল হাতে রেখে। মাঝে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ১২৫ রান, জবাবে কেনিয়াকে অলআউট করে দেয় ৪৫ রানে।