ও. ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃহস্পতিবার

ও. ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃহস্পতিবার

শেয়ার করুন

photo-1485872941
স্পোর্টস ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃহষ্পতিবার। জ্যামাইকাতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজে ১-০তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে, প্রথম টেস্টে আশার আলো দেখেছিল বাংলাদেশ। কিন্তু মুল লড়াইয়ে বাংলাদেশ তাদের ভক্তদের শুধু হতাশ করেনি, চরম লজ্জাও দিয়েছে। প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে কিছুটা উন্নতি করলেও, দেড়শো রানও করতে পারেনি সফরকারিরা। টেস্ট হারে ইনিংস ও ২১৯ রানে ব্যবধানে।

এই অবস্থা থেকে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ জন্য কঠিন। কারণ, জ্যামাইকার উইকেটও পেস সহায়ক। অনুশীলনে চোট পাওয়ায়, পেসার শফিউল ইসলাম শেষ টেস্টে খেলবেননা। তাই ৩ পেসার নিয়েই দল সাজাতে হবে বাংলাদেশকে। এদিকে, মাত্র আড়াই দিনে প্রথম টেস্ট জেতা ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ফুরফুরে মেজাজে। শেষ টেস্টেও স্বাগতিকরাই ফেভারিট। এন্টিগা টেস্টে ম্যাচ সেরা পেসার কেমার রোচকে বিশ্রামে রেখে, স্কোয়াডে নেয়া হয়েছে আলাজার্রি জোসেফকে।