ওয়ার্নার-হ্যান্ডসকম্বের ব্যাটে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

ওয়ার্নার-হ্যান্ডসকম্বের ব্যাটে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

শেয়ার করুন

Australian cricketer David Warner (R) shakes hand with teammate Peter Handscomb after scoring a half century during the second day of the second cricket Test match between Bangladesh and Australia at Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on September 5, 2017.  / AFP PHOTO / Munir UZ ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৮০ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২২৫ রান। ওয়ার্নার ৮৮ ও হ্যান্ডসকম্ব ৬৯ রানে অপরাজিত আছেন।

আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু আর মাত্র ৫২ রান যোগ করে ৩০৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। সবোর্চ্চ ৬৮ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া সাব্বির রহমান ৬২ ও নাসির হোসেনের ব্যাট থেকে আসে ৪৫ রান। নাথান লায়ন নেন ৭ উইকেট।

জবাবে, শুরুতে রেনশোর উইকেট হারায় অজিরা। মুস্তাফিজের বলে মুশফিকের অসাধারণ ক্যাচের শিকার হয়ে তিনি বিদায় নেন ৪ রানে। এরপর দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নারকে নিয়ে ৯৫ রান যোগ করেন স্মিথ। অজি অধিনায়ক আউট হন ৫৮ রানে। আর তৃতীয় উইকেটে ওয়ার্নার-হ্যান্ডসকম্ব অবিচ্ছিন্ন ১২৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। মুস্তাফিজ ও তাইজুল নেন ১টি করে উইকেট।