ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

শেয়ার করুন

Mahmudullah (L), Shakib Al Hasan (3rd L) and Rubel Hossain (3rd R) of Bangladesh celebrate the dismissal of Marlon Samuels (2nd R) of West Indies during the 3rd and final T20i match between West Indies and Bangladesh at Central Broward Regional Park Stadium in Fort Lauderdale, Florida, on August 5, 2018. / AFP PHOTO / Randy Brooks

স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। আর সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্লোরিডায় টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটাও ছিল চনমনে। ৬১ রানের উদ্বোধণী জুটি ভাঙে উইলিয়ামসের বলে তামিমের বিদায়ে। তিনি ফেরেন ১৩ বলে ২১ করে। দলের খাতায় মাত্র ৫ রান যোগ করে আউট অফফর্ম সৌম্য। সুবিধা করতে পারেননি মুশফিকও। করেছন ১৪ বলে ১২। সাকিব করেন ২৪।
শেষে মাহমুদউল্লাহ’র অপরাজিত ৩২ ও আরিফুলের ১৮তে ৫ উইকেট হারিয়ে ২৮৪ রানের পুজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে থাকে ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ৩২ রানেই সাজঘরে ফেরেন ফ্লেচার, ওয়ালটন ও স্যামুয়েলস। রোভম্যান পাওয়েল ফিরেছেন ২৩ করে। আর রামদিন করেন ২১। তবে ভয় ধরান আন্দ্রে রাসেল। ২১ বলে করেন ৪৭। তাকে ফেরার মোস্তাফিজ। নিয়েছেনর মোট তিন উইকেট। এর পর বৃষ্টি শুরু হলে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় পায় বাংলাদেশ।