ওয়াটসনের বিধ্বংসী ব্যাটিংয়ে শিরোপা চেন্নাইয়ের

ওয়াটসনের বিধ্বংসী ব্যাটিংয়ে শিরোপা চেন্নাইয়ের

শেয়ার করুন

276841স্পোর্টস ডেস্ক :

আইপিএলের একাদশ আসরের ফাইনালে শেন ওয়াটসনের বিধ্বংসী ব্যাটিংয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের দেয়া ১৭৯ রানের লক্ষে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে হায়দরাবাদ। দলীয় ১৩ রানে ফেরেন ওপেনার গোস্বামী। তবে, উইলিয়ামস ও শিখর ধাওয়ানের চেষ্টায় পাওয়ার-প্লেতে ৪২ রান তোলে হায়দরাবাদ। এরপর দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে ব্যাক্তিগত ২৬ রানে জাদেজার বলে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান। ব্যাক্তিগত ৪৭ রানে আউট হন উইলিয়ামসন। সাকিব আউট হন ২৩ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৮ রান তোলে হায়দরাবাদ।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে ফেরেন ডু প্লেসিস। আর ৩২ রান করা রায়না ফেরেন ১৩৩ রানে। তবে এর মধ্যেই দলকে জয়ের দারপ্রান্তে নিয়ে যান ওয়াটসন। দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে আইপিএলের ফাইনালে তুলে নেন সেঞ্চুরি। তিনি অপরাজিত থাকেন ৫৭ বলে ১১৭ রানে।