এশিয়া কাপে যুবাদের লক্ষ্য সেমিফাইনাল

এশিয়া কাপে যুবাদের লক্ষ্য সেমিফাইনাল

শেয়ার করুন

bd-under-19এটিএন টাইমস ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশ দলের। শ্রীলংকায় আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। মিরাজ, শান্তদের পর নতুন করে সাজানো হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

এই দলে শুধু অধিনায়ক সাইফ ও হালিমের আছে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা। আর রাজশাহী কিংসের হয়ে বিপিএলে আলো ছড়িয়েছেন আফিফ। নাজমুল, সজীবদের জন্য শ্রীলংকায় যুব এশিয়া কাপে মূলত অভিজ্ঞতা অর্জনের মঞ্চ। গত আগস্ট থেকে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

গ্রুপ প্রতিপক্ষ পাকিস্তান, আফগানিস্তান ও সিঙ্গাপুর সম্পর্কে তাদের ধারণা শুধু ভিডিও দেখে। নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে দেখা হলেও অধিনায়ক সাইফের আত্মবিশ্বাস গ্রুপ পর্ব টপকে যাবেন তারা। ১৩ ডিসেম্বর দেশ ছাড়বে যুবা টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: 

সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন (সহ-অধিনায়ক), সজীব হোসেন, নাজমুল আলম, আমিনুল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রকিব, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, শাখাওয়াত হোসেন, অনীক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম, আবদুল হালিম।