এশিয়া কাপের জন্য আফগান দল ঘোষণা

এশিয়া কাপের জন্য আফগান দল ঘোষণা

শেয়ার করুন

Afghan bowler Shapoor Zadran (2R) and teammates celebrate their win during the fifth match of the Asia Cup one-day cricket tournament between Bangladesh and Afghanistan at the Khan Shaheb Osman Ali Stadium in Fatullah, on the outskirts of Dhaka on March 1, 2014. Fast-rising Afghanistan upset Bangladesh by 32 runs in their Asia Cup match in Fatullah.  AFP PHOTO/Dibyangshu SARKAR        (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার পর এবার এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন মুনির আহমেদ কাকার ও সৈয়দ আহমাদ শেরজাদ। দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক আজগর।

দলের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নাবী, গুলবদিন নাইব, রশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, মুজিব-উর-রহমান, আফতাব আলম, সামিউল্লাহ শেনওয়ারি, শারাফুদ্দিন আশরাফ ও বাফাদার মোমান্দ। এশিয়া কাপের ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলংকা। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে নিজেদের দুই ম্যাচ খেলবে আফগানরা।