এশিয়ান গেমসের পর্দা উঠছে

এশিয়ান গেমসের পর্দা উঠছে

শেয়ার করুন

Asian-Games-2018_0
স্পোর্টস ডেস্ক :

সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে এশিয়ান গেমসের ১৮তম আসর। ইন্দোনেশিয়ার দুটি প্রধান শহর, রাজধানী জাকার্তা ও দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী পালেম্বংয়ে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া মহাযজ্ঞ। যেখানে ১৪টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশের ক্রীড়াবিদরা।

প্রধান দুই শহর ছাড়াও দুটি প্রদেশ, ব্যান্টেন ও পশ্চিম জাভার ক্রীড়া মাঠসমুহ অতিরিক্ত মাঠ হিসাবে প্রস্তুত রাখা হবে। প্রতিযোগিতার মূল আয়োজক ছিল হ্যানয় ভিয়েতনাম, কিন্ত তাদের আর্থিক সংকটের কারণে তারা নাম প্রত্যাহার করে নেয়। ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর এশিয়া অলিম্পিক কাউন্সিল এর নির্বাহী বোর্ডের সভায় ইন্দোনেশিয়াকে স্বাগতিক হিসাবে মনোনীত করা হয়।

প্রতিযোগিতাটি মুলত ২০১৯ সালে আয়োজনের সিদ্ধান্ত ছিল কিন্ত ২০১৯ সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০১৮ সালে আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। মূল আসর শনিবার শুরু হলেও ফুটবল শুরু হয়েছে আগেই। যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল উজবেকিস্তানের সাথে হেরেছে ৩-০ গোলে। পরের ম্যাচে থাইল্যান্ডের সাথে তারা ড্র করেছে ১-১ গোলে।