একে একে বাংলাদেশে সফরে ইতিবাচক হচ্ছেন ইংল্যান্ডের খেলোয়াড়রা

একে একে বাংলাদেশে সফরে ইতিবাচক হচ্ছেন ইংল্যান্ডের খেলোয়াড়রা

শেয়ার করুন

ballance_3174747

স্পোর্টস ডেস্ক :

একে একে বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। এ তালিকায় সবশেষ নাম ইংলিশ ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স।

ইসিবি নিরাপত্তা পরামর্শের প্রতি আস্থা রাখছেন ২৬ বছর বয়সী এ ইয়র্কশায়ার ব্যাটসম্যান। বাংলাদেশ সফরে আসতে রাজী হলেও এ ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করেই  চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান ব্যালান্স।

১৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলা ব্যালান্সের আগে মঈন আলী ও পেসার ক্রিস জর্ডান বাংলাদেশ সফর করার ঘোষণা দেন। স্কোয়াডে থাকলে কোনও আপত্তি থাকবে না বলেই জানান তারা।

এছাড়া ইতিবাচক মনোভাব দেখিয়েছেন জনি বেয়ারস্টো ও টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে খানিকটা উদ্বিগ্ন ওপেনার অ্যালেক্স হেলস ও ওয়ানডে দলপতি ইয়ন মরগান। নিরাপত্তা ইস্যুর শঙ্কা দূর করে গত ২৫ আগস্ট নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসার সবুজ সংকেত দেয় ইসিবি।