একমাত্র টি-টোয়েন্টিতে রাতে মুখোমুখি ভারত-ও. ইন্ডিজ

একমাত্র টি-টোয়েন্টিতে রাতে মুখোমুখি ভারত-ও. ইন্ডিজ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

একমাত্র টি-টোয়েন্টিতে রাতে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। কিংসটনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ।

টি-টোয়েন্টি ম্যাচের আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় দুই দল। যেখানে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ভারত। এবার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

শক্তি আর সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এগিয়ে ভারতের জন্য জয় পাওয়া কঠিন হবে না। তবে পরিসংখ্যানে পিছিয়ে ভারত। এখন পর্যন্ত ৭ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে বিরাট কোহলির দল। অন্যদিকে, নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ হেরে অনেকটা ব্যাটফুটে ওয়েস্ট ইন্ডিজ। এখন একমাত্র টি-টোয়েন্টি জিতে সেই আক্ষেপ ঘুচাতে মরিয়া ক্যারিবীয়রা।