উত্তেজনাকর ম্যাচে ইংল্যান্ডের কাছে স্পেনের হার

উত্তেজনাকর ম্যাচে ইংল্যান্ডের কাছে স্পেনের হার

শেয়ার করুন

2018-10-15T191713Z-658395592-RC19AAAD0480-RTRMADP-3-SOCCER-UEFA-NATIONS-ESP-ENG-0স্পোর্টস ডেস্ক :

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেছে স্পেন। উয়েফা নেশনস লিগে স্প্যানিশদের ৩-২ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংলিশরা।

বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে শুরুতেই আক্রমণ ইংল্যান্ডের। মাত্র ১৬ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন ম্যান সিটি ফরোয়ার্ড রহিম স্টার্লিং।  ২৯ মিনিটে জোড়ালো আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুন করেন মার্কোস রাশফোর্ড। আর ৩৮ মিনিটে স্টার্লিংয়ের দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড।

বিরতির পর কৌশলে পরিবর্তন আনেন স্পেন কোচ লুইস এনরিক। প্রতিআক্রমণ থেকে ৫৮ মিনিটে ব্যবধান কমান প্যাকো আলসার। মাঝে আরও দুটি সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল উল্টেও যেতে পারতো। তবে হার এড়াতে না পারলেও, অতিরিক্ত সময়ে সার্জি রামোসের গোলে শুধু পরাজয়ের ব্যবধান কমায় স্পেন।