ইমরান তাহিরের হ্যাটট্রিকসহ ৬ উইকেটে দ. আফ্রিকার সিরিজ জয়

ইমরান তাহিরের হ্যাটট্রিকসহ ৬ উইকেটে দ. আফ্রিকার সিরিজ জয়

শেয়ার করুন

South Africa's Imran Tahir celebrates after taking the wicket of Zimbabwe's Kyle Jarvis during the second One Day International cricket match between South Africa and Zimbabwe at the Mangaung Oval in Bloemfontein, South Africa, on October 3, 2018. (Photo by Wikus DE WET / AFP)        (Photo credit should read WIKUS DE WET/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

ইমরান তাহিরের হ্যাটট্রিকে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১২০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া ১৯৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৭৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিকরা।

ব্লুমফন্টেইনে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১০১ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে অষ্টম উইকেটে আন্দিলে ফেলুকওয়ায়োর সঙ্গে ৭৫ রানের জুটিতে দলকে টেনে তোলেন স্টেইন। লুকওয়ায়ো করেন ২৮ রান। স্টেইনের ব্যাট থেকে আসে ৬০ রান। ৪৭ দশমিক ৩ ওভারে ১৯৮ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

জবাবে, শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। মাত্র ৭৮ রানে অলআউট হয় সফরকারীরা। হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেন ইমরান তাহির। শনিবার পার্লে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।