ইতিহাসে প্রথমবার ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দুই দল

ইতিহাসে প্রথমবার ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দুই দল

শেয়ার করুন

_103506784_france1স্পোর্টস ডেস্ক :

ইতিহাসে প্রথমবার ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছে দুটি দল। রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স ও তৃতীয় বেলজিয়াম, উভয় দলই এখন বিশ্বের এক নম্বর দল।

র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিল ফ্রান্স।  দুই নম্বরে ছিল বেলজিয়াম। কিন্তু সবশেষ ঘোষিত ফিফা র‍্যাংকিংয়ে ফ্রান্সের সাথে থাকা পয়েন্ট ব্যবধান ঘুচিয়ে নিয়েছে বেলজিয়াম। যার ফলে ফিফা র‍্যাংকিংয়ের ইতিহাসে এই প্রথমবারের মতো একসাথে এক নম্বরে অবস্থান করছে দুইটি দেশ।

সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ইউরোপের দুটি দেশেরই পয়েন্ট এখন সমান,  ১ হাজার ৭শ ২৯। দুই দলেরই র‍্যাংকিং ১ হলেও দশমিকের ব্যবধানে এগিয়ে থাকায় তালিকায় উপরে ঠাই হয়েছে বেলজিয়ামের।

বিশ্বকাপের পর উয়েফা নেশনস লিগের ম্যাচে র‍্যাংকিংয়ের ১৫ নম্বরে থাকা জার্মানির সাথে ড্র করার কারণেই এককভাবে শীর্ষে থাকতে পারল না ফ্রান্স। অন্যদিকে নিজেদের দুই ম্যাচেই জিতে ফ্রান্সের পাশে এসে বসেছে বেলজিয়ানরা।