ইউরোপা লিগের ফাইনালে রাতে মার্শেইর মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ

ইউরোপা লিগের ফাইনালে রাতে মার্শেইর মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ

শেয়ার করুন

960x0
স্পোর্টস ডেস্ক :

ইউরোপা লিগের ফাইনালে আজ মার্শেইর মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

গত চার বছরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ, সেই দু:খ ঘুচাতে চায় অন্তত ইউরোপা লিগ জিতে। সেই লক্ষ নিয়ে মার্শের বিপক্ষে মাঠে নামবেন গ্রিজমান-গ্যাবিরা। ইউরোপের শীর্ষ টুর্নামেন্ট নয়, দ্বিতীয় ধাপের হলেও শিরোপাই একমাত্র লক্ষ্য স্প্যানিশ ক্লাবটির।

যদিও ডাগআউটে থাকছেন না কোচ ডিয়েগো সিমিওনে। আর্সেনালের বিপক্ষে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে অসদআচরণের কারণে চার ম্যাচ নিষিদ্ধি হয়েছেন তিনি। অন্যদিকে অ্যাটলেটিকো না পারলেও ১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছিল মার্শেই।

প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই, ঘরের মাঠ  ফ্রান্সের লিঁওতে বাড়তি সুবিধা কাজে লাগাতে চায় ফরাসি লিগে চার নম্বরের দলটি।