ইউএস ওপেন থেকে অ্যান্ডি মারের বিদায়

ইউএস ওপেন থেকে অ্যান্ডি মারের বিদায়

শেয়ার করুন

107820433-murray-annoyed-large_transqvzuuqpflyliwib6ntmjwfsvwez_ven7c6bhu2jjnt8

স্পোর্টস ডেস্ক:

ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন বৃটিশ তারকা অ্যান্ডি মারে।  নিশিকোরির কাছে তিনি ৩-২ গেমে হারেন। এদিকে, আর্জেন্টাইন দেলপোত্রোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন ভাভরিঙ্কা।

সেমিফাইনালে ওঠার পথে প্রথম সেটে আধিপত্য ছিলো টানা দুই অলিম্পিকে স্বর্ণ জয়ী অ্যান্ডি মারের। ৬-১ গেমে প্রথম সেট জিতেও নেন তিনি। তবে এরপরের  সেটে খেই হারিয়ে ফেলেন মারে। আর দারুণভাবে ম্যাচে ফেরেন নিশিকোরি। জাপানি এই তারকা সেট জেতেন ৬-৪ গেমে।

তৃতীয় সেটে প্রতিরোধ গড়ে  ৬-৪ এ জয় পান মারে। তবে ম্যাচে নিশিকোরির বিপক্ষে শেষরক্ষা হয়নি মারের। চতুর্থ সেট  ৬-১ গেমে এবং  শেষ সেট ৭-৫ গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন শিনিকোরি।

এদিকে, নারী এককে কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। প্রথম সেট ৬-২ গেমে জেতা সেরেনা, দ্বিতীয় সেটে সিমোনা হালেপের কাছে  ৪-৬ গেমে হারেন।তবে শেষ সেটে  ৬-৩ গেমে জয় পান সেরেনা।