ইংল্যান্ডের রেকর্ড রানের ম্যাচে অস্ট্রেলিয়ার বড় পরাজয়ের লজ্জা

ইংল্যান্ডের রেকর্ড রানের ম্যাচে অস্ট্রেলিয়ার বড় পরাজয়ের লজ্জা

শেয়ার করুন

277593
স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করে জিতেছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা দিয়ে দুই ম্যাচ বাকি রেখে সিরিজ জিতেছে ইংলিশরা। জয়ের ব্যবধান ২৪২ রানের।

নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করাটাই কাল হয়ে দাঁড়ায় অজি বোলারদের জন্য। ওপেনিংয়েই ১৫৯ রান যোগ করেন জেনস রয় ও জনি বেয়ারস্ট্রো। রয় ব্যাক্তিগত ৮১ রানে প্যাভিলিয়নে ফিরলেও, ১৩৯ রান করে আউট হন  বেয়ারস্ট্রো।

ইংলিশদের শক্ত ভিত আরো শক্ত হয় ম্যাচ সেরা অ্যালেক্স হেলসের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে। ৯২ বলে তার ১৪৭ রানের ইনিংস ইংল্যান্ডকে রেকর্ডের পথে রাখে। শেষদিকে অধিনায়ক ইয়ন মরগানের ৩০ বলে ৬৭ রান ইংলিশদের  সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড দেয়।

৬ উইকেটে ৪৮১ রান করে, প্রায় ২ বছর পর নিজেদের পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করে ইংল্যান্ড।  ২০১৬ সালে এই নটিংহ্যামেই পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করে রেকর্ড করেছিলো ইংল্যান্ড। জবাবে, আদিল রশীদ ও মঈন আলীর স্পিনে ৩৭ ওভারে ২৩৯ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া। রশীদ ৪টি ও মঈন আলী নেন ৩ উইকেট।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এটিই সবচেয়ে বড় পরাজয়। বিপরিতে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় জয়য়ের রেকর্ড।