ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়

ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়

শেয়ার করুন

_96470665_stones-epaস্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। মঙ্গলবার রাতে তারা ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। অপর ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে  কলম্বিয়া।

ঘরের মাঠে শুরুতেই একটি গোল খেয়ে পিছিয়ে পরে ফ্রান্স। ৯ মিনিটে ইংল্যান্ডের হয়ে গোলটি করেন হ্যারি কেইন। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষন ধরে রাখতে পারেনি ইংলিশরা। ২২ মিনিটেই সামুয়েল উমতিতির গোলে সমতায় ফেরে ফ্রান্স। এরপর ৪৩ মিনিটে সিদিবের করা গোলে লিড নেয় তারা।

তবে বিরতি থেকে ফিরেই ৪৮ মিনিটে কেইনের পেনাল্টি সুটে আবারও সমতায় ফেরে ইংল্যান্ড। তাতেও শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। ৭৪ মিনিটে দেম্বেলের গোলে জয়  নিশ্চিত করে স্বাগতিক ফ্রান্স।

অপর ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে প্রথম থেকেই আধিপত্য ধরে রাখে কলম্বিয়া। ১৬ মিনিটে জেমস রদ্রিগেজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এরপর মিনারের জোড়া গোলে ব্যাবধান দ্বিগুণ করে পেকারম্যানের দল।আর ৮৫ মিনিটে ইজকুইয়ের্ডর  করা গোলে ৪-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়ানরা।