ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলের চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন

ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলের চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন

শেয়ার করুন

 

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর সামনে রেখে দেশটির ক্রিকেট বোর্ডের তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল আজ চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন করছে। শুক্রবার সকালে চট্টগ্রামে পৌঁছে টেস্ট ও ওয়ানডে ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সার্বিক ব্যবস্থা দেখেছে প্রতিনিধি দল।

যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে আয়োজক দেশের নিরাপত্তা ব্যবস্থা, হোটেল ও স্টেডিয়ামসহ অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে ইসিবি। সেই ধারাবাহিকতায় আগামী মাসের সফরের আগে, ঢাকার পর আজ চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন করেছে প্রতিনিধি দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাসহ মাঠ, ড্রেসিং রুম পরিদর্শন করেন তারা। এরপর অনুশীলন ম্যাচের ভেন্যু এম.এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন তারা।

ক’মাস আগেই বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে গেছে ইংল্যান্ড। তাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সম্পর্কে প্রতিনিধি দলটি অবগত আছে বলে জানিয়েছেন ইসিবির ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর জন কার।