আর্জেন্টিনার দু:সংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রোমেরো

আর্জেন্টিনার দু:সংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রোমেরো

শেয়ার করুন

MADRID, SPAIN - MARCH 27:  Sergio Romero of Argentina warms up prior to the International Friendly match between Spain and Argentina at Wanda Metropolitano Stadium on March 27, 2018 in Madrid, Spain. (Photo by Quality Sport Images/Getty Images)

স্পোর্টস ডেস্ক :

হাঁটুর ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো।

রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে মঙ্গলবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। এই ঘোষণার একদিন পর এমন দুৱসংবাদে অস্বস্তিতে আর্জেন্টাইন শিবিরে।

দলের একনাম্বার গোলরক্ষক ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্ট প্রহরী রোমেরো। ৩১ বছর বয়সী এই গোলরক্ষক দেশের হয়ে ৯৪টি ম্যাচে খেলেছেন। ছিলেন গত বিশ্বকাপের দলেও। এখন চেলসির উইলি কাবালেরো এবং রিভার প্লেটের ফ্রাঙ্কো আর্মানির উপরই ভরসা কোচ সাম্পাওলির।

গ্রুপ ডি’তে ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।